ভূমি সংক্রান্ত সহায়তার জন্য
কল করুন
১৬১২২
অভিযোগ/প্রতিকার ব্যবস্থার জন্য
grs@cabinet.gov.bd
e Porcha সম্পর্কিত পোস্ট
Eporcha Gov BD | আর এস খতিয়ান এবং ই পর্চা খতিয়ান সম্পর্কিত তথ্য
Eporcha Gov BD ওয়েবসাইট ভূমি মন্ত্রণালয়ের একটি আধুনিক সংস্করণ এই সাইটের মাধ্যমে জমি জমার e Porcha অনুসন্ধান করা যায়, এবং এই সাইটের একটি অ্যাপ ভার্সন ছিল যা eKhatian নামে পরিচিতি পেয়েছিল।
তবে বর্তমানে Eporcha gov bd ওয়েবসাইট এবং eKhatian অ্যাপের নাম পরিবর্তন করা হয়েছে,
বর্তমান নামঃ
dlrms land gov bd (ওয়েবসাইট)
DLRMS (মোবাইল অ্যাপ)
অনলাইনে কি ধরনের e Porcha অনুসন্ধান করা যায়?
বাংলাদেশে বেশ কয়েক ধরনের ই পর্চা খতিয়ান রয়েছে যার বেশিরবাগ অনলাইনে চেক করা যায়।
অনলাইনে যাচাই করা যায়ঃ
- আর এস খতিয়ান
- নামজারি খতিয়ান
- বি এস খতিয়ান
- সি এস খতিয়ান
- বি আর এস খতিয়ান
আপনি যেই এলাকার eporcha খতিয়ান অনুসন্ধান করতে চান সে এলাকার খতিয়ান গুলো যদি অনলাইন করা হয়ে থাকে তাহলেই অনলাইনে ই পর্চা অনুসন্ধান করা যাবে।
Eporcha Gov BD খতিয়ান অনুসন্ধান (নতুন পদ্ধতি)
যেকোন ধরনের ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার জন্য নির্দিষ্ট কিছু তথ্য প্রয়োজন, যেমনঃ- খতিয়ান নং, দাগ নং, মালিকানা নাম, এবং জমির সম্পূর্ণ ঠিকানা।
মাত্র এই কয়েকটি তথ্য থাকলেই আর এস খতিয়ান এবং ই নামজারি যাচাই করা যায়।
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান | E Namjari
ওয়েবসাইটঃ অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে প্রবেশ করুন dlrms land gov bd ওয়েবসাইটে,
- হোম পেইজ থেকে নামজারি খতিয়ান মেন্যু সিলেক্ট করুন।
- তারপর জমির ঠিকানা, বিভাগ> জেলা> উপজেলা> মৌজা সিলেক্ট করুন,
- খতিয়ানের তালিকায় নামজারি খতিয়ান নং লিখে খুঁজুন, খতিয়ান পাওয়া গেলে মালিকানা নামে ছ্যাপ দিয়ে সম্পূর্ণ তথ্য দেখুন।
নোটঃ খতিয়ান নং দিয়ে পাওয়া না গেলে অধিকতর অনুসন্ধান বাঁটনে ছ্যাপ দিয়ে মালিকানা নাম কিংবা দাগ নং লিখে খুঁজুন, এবার পাওয়া গেলে মালিকানা নামে ক্লিক করে তথ্য দেখুন।
মোবাইল অ্যাপঃ মোবাইল অ্যাপ দিয়ে অনলাইনে নামজারি খতিয়ান যাচাই করতে DLRMS অ্যাপ ডাউনলোড করুন,
- অ্যাপ অপেন করে হোম পেইজ থেকে নামজারি খতিয়ান মেন্যুতে ছ্যাপুন,
- এরপর ধাপে ধাপে জমির ঠিকানা সিলেক্ট করুন,
- নামজারি খতিয়ান নং লিখে সার্চ করুন, এবার মালিকানা নামে ছ্যাপ দিয়ে নামজারি তথ্য দেখুন।
www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান
আর এস খতিয়ান যাচাই করতে www land gov bd ওয়েবসাইটে প্রবেশ করুন,
- এরপর মেন্যু থেকে ভূমি রেকর্ড ও ম্যাপ বাচাই করুন,
- এরপর dlrms land gov bd ওয়েবসাইট থেকে সার্ভে খতিয়ান মেন্যু বাচাই করুন,
- জমির বিভাগ, জেলা, এবং উপজেলা/থানা বাচাই করুন,
- খতিয়ানের ধরন “আর এস” বাচাই করুন,
- এরপর মৌজা নির্বাচন করুন,
- এবার আর এস খতিয়ান নং লিখে খুঁজুন বাঁটনে ছ্যাপ দিয়ে আর এস খতিয়ানের সম্পূর্ণ তথ্য দেখুন,
দাগ নং বা মালিকানা নাম দিয়ে rs khatian যাচাই করতে অধিকতর অনুসন্ধান বাঁটনে ছ্যাপ দিতে হবে, এবং নাম অথবা দাগ নং লিখে খুজতে হবে।
মোবাইল অ্যাপ দিয়ে আর এস খতিয়ান যাচাই এবং ডাউনলোড করতে আরও পড়ুন!
ই পর্চা খতিয়ান অনুসন্ধান (সার্ভে খতিয়ান)
জমির সকল ধরনের পর্চার অনলাইন ভার্সনকে এক্ষত্রে ই পর্চা বলা হয়, চলোন দেখে নেই ই পর্চা খতিয়ান কীভাবে অনুসন্ধান করতে হয়।
- ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে প্লে ষ্টোর থেকে DLRMS অ্যাপ ইন্সটল করুন, এবং অ্যাপটি অপেন করে সার্ভে খতিয়ান মেন্যু নির্বাচন করুন,
- এরপর জমির স্থানের সঠিক ঠিকানা নির্ভুল ভাবে নির্বাচন করুন,
- এরপর খতিয়ানের ধরন নির্বাচন করতে হবে, আপনার যেই ই পর্চা অনুসন্ধান করা প্রয়োজন সেটা নির্বাচন করুন,
- এরপর মৌজা নির্বাচন করতে হবে,
- এপর্যায়ে উক্ত খতিয়ান নং লিখে সার্চ আইকনে ক্লিক করতে হবে, সার্ভার খতিয়ানটি খুঁজে পেলে নাম সহ প্রদর্শন করবে, তথ্য দেখতে নামে ক্লিক করুন,
মাত্র এই কয়েকটি ধাপে জমির যেকোন ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।
ই পর্চা খতিয়ান অনুসন্ধান এবং অরিজিনাল কপি পেতে আবেদন পক্রিয়া জানতে আরও পড়ুন!