অনলাইনে ই পর্চা খতিয়ান অনুসন্ধান
জমির ক্রয়-বিক্রয়, কিংবা অন্যান্য কাজে খতিয়ান প্রয়োজন অপরিহার্য। অনেকের জমির ক্রয়-বিক্রয় করার সময় খতিয়ান দরকার হয়, আবার জমি বা ফ্লাটের বিপরীতে কোন লোন নিতেও খতিয়ানের দরকার হয়।
এছাড়াও খতিয়ান হাড়িয়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলেও খতিয়ান প্রয়োজন হয়। আর উক্ত খতিয়ানটি যদি আপনার কাছে না থাকে তাহলে যেকোন প্রয়োজনে খতিয়ানের বেবস্তা করা খুব একটা সহজ কাজ নয়।
কোন কারনে খতিয়ান অনুসন্ধান করতে হলে বা একটি কপি দরকার হলে ভূমি অফিসে গিয়ে আবেদন করলেও হাঁতে পেতে ১০-১৫ দিন সময় লেগে যায়। তাই অনেকেই চান কিভাবে একটি খতিয়ান তাৎক্ষনিক অনুসন্ধান করা যায় বা ডাউনলোড করা যায়।
আর এই কারণে এখানে অনলাইনে খতিয়ান অনুসন্ধান করা থেকে শুরু করে কিভাবে একটি তাৎক্ষনিক অনলাইন কপি পেতে পারেন সেটা দেখানো হবে।
ই পর্চা খতিয়ান কি?
একটি সাধারন খতিয়ান কি এটা আমরা সবাই জানি। আধুনিক প্রজুক্তির যোগে সবকিছুকেই করা হয়েছে ইলেক্ট্রোনিক যা অনলাইনে পৃথিবীর যেকোন যায়গা থেকে কন্ট্রোল করা যায়।
একি ভাবে খতিয়ানকে করা হয়েছে আধুনিক ও ইলেক্ট্রোনিক যা আপনি মোবাইল দিয়ে যাচাই করতে পারবেন, অথবা হটাত খতিয়ান দরকার হলে অনলাইন থেকে তাৎক্ষনিক কপি ডাউনলোড করতে পারবেন। তাই এটা নাম দেওয়া হয়েছে ই পর্চা খতিয়ান (electronic porcha )
কোন ধরনের খতিয়ান অনলাইনে যাচাই করা যায়?
বাংলাদেশে যেসকল খতিয়ান প্রচলিত রয়েছে তার মধ্যে সবগুলোই অনলাইনে অনুসন্ধান করা যাবে, প্রচলিত খতিয়ান গুলোর মধ্যে রয়েছে বেশ কিছু সার্ভে খতিয়ান ও নামজারি খতিয়ান।
যেসকল ই পর্চা অনলাইনে অনুসন্ধান করা যাবেঃ
সার্ভে খতিয়ানঃ আর এস খতিয়ান, বি এস খতিয়ান, সি এস খতিয়ান, এস এ খতিয়ান, বি আর এস খতিয়ান।
নামজারি খতিয়ান
অনলাইনে ই পর্চা যাচাই করতে কি কি তথ্য থাকতে হবে?
অনলাইনে ই পর্চা যাচাই করিবার জন্য খতিয়ান এবং জমির তথ্য থাকবে হবে। এই তথ্য গুলো না থাকলে অনলাইনে ই পর্চা যাচাই বা ডাউনলোড করা যাবেনা।
এই গুলো থাকতে হবেঃ
খতিয়ান তথ্যঃ খতিয়ান নং/মালিকের নাম/দাগ নং এবং জমির ঠিকানা।
ই পর্চা অনুসন্ধান
অনলাইনে ই পর্চা অনুসন্ধান করতে ভূমি মন্ত্রণালয়ের একটি মোবাইল অ্যাপ ও একটি ওয়েবসাইট রয়েছে। অ্যাপ ও ওয়েবসাইটে ই পর্চা যাচাই করার পক্রিয়া শতবাগ একরকম। যেকোন একটি উপায়ে ই পর্চা যাচাই করলেই হবে।
আমাদের এই আর্টিকেলে দেখব কিভাবে মোবাইল অ্যাপে ই পর্চা যাচাই করা হয়।
ধাপ ১
মোবাইলের প্লে ষ্টোর অ্যাপ ওপেন করে ভূমি মন্ত্রণালয়ের অ্যাপের নামটি লিখে সার্চ করতে হবে, অ্যাপের নাম – DLRMS,
অ্যাপটি ডাউনলোড/ইন্সটল হলে অ্যাপে প্রবেশ করে নামজারি খতিয়ান এবং সার্ভে খতিয়ান মেন্যু থেকে যেকোন একটি সিলেক্ট করতে হবে।
ধাপ ২
এরপর প্রথমে রয়েছে বাংলাদেশের সকল বিভাগ গুলোর নাম, এখান থেকে আপনি যেই বিভাগে বসবাস করে বা যেই বিভাগে জমির রয়েছে সেটা সিলেক্ট করুন।
এরপর এই বিভাগের সংশ্লিষ্ট যতগুলো জেলা রয়েছে সেগুলো দেখতে পাবেন সেখান থেকে জমি যে জেলাতে রয়েছে সে জেলা সিলেক্ট করতে হবে।
এরপর উক্ত জেলার সংশ্লিষ্ট যতগুলো উপজেলা রয়েছে সেগুলো দেখানো হবে, সেখানে আপনার উপজেলা নামটি সিলেক্ট করুন।
এরপর খতিয়ানের ধরন সিলেক্ট করা প্রয়োজন, যেমন এস এ খতিয়ান যাচাই করতে হলে এস এ অপশন সিলেক্ট করুন, (নামজারি খতিয়ান যাচাই করার ক্ষেত্রে খতিয়ানের ধরন সিলেক্ট করার প্রয়োজন নেই)
ধাপ ৩
জমির ঠিকানা সিলেক্ট করা হয়ে গেছে এবার খতিয়ানের তথ্য দিয়ে ই পর্চা যাচাই করতে হবে। খতিয়ান নং অথবা দাগ নং সাবমিট করার জন্য খতিয়ানের তালিকা অপশনে খতিয়ান নং লিখতে হবে, আর সার্চ করতে হবে। মালিকের নাম সম্বলিত একটি লিস্ট এখানে প্রদর্শিত হবে, নামের উপর ছ্যাপ দিলে ই পর্চা তথ্য দেখতে পারবেন।
এভাবেই অনলাইনে যেকোন ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারেন।