বি আর এস খতিয়ান অনলাইন-এ অনুসন্ধান করতে জমির কিছু তথ্য মজুদ রাখুন এবং ঠিকানা জেনে নিন, এরপর ভূমি মন্ত্রণালয়ের খতিয়ান যাচাইকরণ ওয়েবসাইটে গিয়ে জমির তথ্য ও ঠিকানা দিয়ে বি আর এস খতিয়ান যাচাই করুন।
বি আর এস খতিয়ানের পাশাপাশি একি নিয়মে অন্যান্য নামজারি খতিয়ান ও ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। চলোন দেখে নেই বিস্তারিত।
বি আর এস খতিয়ান কি?
বি, আর,এস = বাংলাদেশ রিভিশনাল সার্ভে। জরিপ কালীন সময়, কি ধরনের জরিপ সে অনুযায়ী এই খতিয়ান গুলোর নামকরণ করা হয়েছে। বি এস & বি আর এস রেকর্ড একই লোকেশন বিশেষে কেও বি এস বলেন আবার কেও বি আর এস বলে থাকেন।
সোর্সঃ সংগ্রহীত
বি আর এস খতিয়ান যাচাই
বি আর এস খতিয়ান যাচাই করতে খতিয়ান নং, দাগ নং অথবা মালিকানা নাম দরকার হবে,
এরপর জমির ঠিকানা দরকার হবে।
জমির ঠিকানা এবং খতিয়ানের তথ্য থাকলেই বি আর এস খতিয়ান অনলাইন-এ যাচাই করতে পারবেন।
বি আর এস অনুসন্ধান পদ্ধতি
ওয়েবসাইট থেকে বি আর এস যাচাই করতে ভূমি মন্ত্রণালয় dlrms land gov bd ওয়েবসাইটে প্রবেশ করে ঠিকানা নির্বাচন করুন, তারপর খতিয়ানের তথ্য লিখে বি আর এস যাচাই করুন।

সহজে বুঝতে ধাপ অনুযায়ী অনুসরণ করুনঃ
১, ওয়েবসাইটে প্রবেশ, লিঙ্ক dlrms land gov bd
২, সার্ভে খতিয়ান নির্বাচন,
৩, বিভাগ নির্বাচন,
৪, জেলা নির্বাচন,
৫, উপজেলা নির্বাচন,
৬, বি আর এস খতিয়ান নির্বাচন,
৭, মৌজা নির্বাচন,
৮, খতিয়ান নং লিখে খুঁজুন, (পাওয়া গেলে নামে ক্লিক করে তথ্য দেখুন)
৯, নাম অথবা দাগ নং দিয়ে যাচাই করতে অধিকতর অনুসন্ধান বাঁটনে ক্লিক করে, নাম/দাগ নং লিখে খুঁজুন, (পাওয়া গেলে নামে ক্লিক করে তথ্য দেখুন)
অ্যাপ দিয়ে বি আর এস খতিয়ান অনুসন্ধান
মোবাইল অ্যাপে বি আর এস খতিয়ান অনুসন্ধান করতে অ্যাপ ডাউনলোড করুন, লিংকঃ DLRMS
১, অ্যাপ ডাউনলোড ও অপেন,
২, সার্ভে খতিয়ান মেন্যু নির্বাচন,
৩, বিভাগ, জেলা, উপজেলা নির্বাচন,
৪, খতিয়ানের ধরন বি আর এস নির্বাচন,
৫, মৌজা নির্বাচন,
৬, খতিয়ানের নম্বর লিখে সার্চ করুন,
৭, মালিকানা নামে ছ্যাপ দিয়ে সকল তথ্য সঠিক কিনা তা যাচাই করুন, এবং পরবর্তী বাঁটনে ক্লিক করে বি আর এস খতিয়ানের তথ্য দেখুন।
বি আর এস খতিয়ান যাচাই করার পর আপনি যদি উক্ত খতিয়ানটি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে আরও কিছু পক্রিয়া সম্পন্ন করে আবেদন করতে হবে।
খতিয়ান আবেদন করে জমির খতিয়ান ডাউনলোড করার পাশাপাশি অরিজিনাল কপির জন্যও আবেদন করা যায়, এবং তা ৮-১০ দিনের মধ্যে ডাকযোগের মাধ্যমে ডেলিভারি নেওয়া যায়।
আরও পড়ুনঃ জমির খতিয়ান ডাউনলোড করার বিস্তারিত