কয়েকদিন আগেও Eporcha gov bd ওয়েবসাইট অথবা eKhatian মোবাইল অ্যাপে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করা যেত, তবে এখন ই পর্চা অনুসন্ধান করার জন্য আপনাকে যেতে হবে Land Gov BD ওয়েবসাইটে,
অথবা ব্যাবহার করতে হবে ভূমি মন্ত্রনালয়ের নতুন অ্যাপ DLMRS।
ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ দিয়ে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে নির্দিষ্ট কিছু তথ্য দরকার হবে, একবার সঠিক ভাবে E Porcha Check করলে খতিয়ানের সকল তথ্য দেখতে পারবেন।
- আরও পড়ুনঃ আর এস খতিয়ান যাচাই
- আরও পড়ুনঃ নাম দিয়ে জমির মালিকানা যাচাই
কীভাবে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করবেন এই পোস্ট থেকে জানুন বিস্তারিত।
ভূমি সেবা সহ দেশের বিভিন্ন খবর জানতে Awaaz Utha ওয়েবসাইটে ভিজিট করুন!
ই পর্চা খতিয়ান কি?
পূর্বে জমির সকল ধরনের রেকর্ড অফলাইনে মজুদ রাখা হত, সেক্ষেত্রে খতিয়ান যাচাই করার জন্য ভূমি অফিস ছিল একমাত্র মাধ্যম।
বর্তমানে প্রযুক্তির সাহায্যে সবকিছু অনলাইনে করা হচ্ছে, তাই এখন অনলাইনে সকল খতিয়ান পাওয়া যায়, এবং প্রয়োজন অনুযায়ী অনলাইনে খতিয়ান যাচাই, ডাউনলোড, মালিকানা যাচাই করা যায়।
সবকিছু অনলাইনে করতে পারার কারণে এটাকে বলা হয় ই পর্চা (Electronic Porcha)
আরও পড়ুনঃ নামজারি খতিয়ান চেক করার নিয়ম
e Porcha Check করতে কি কি তথ্য প্রয়োজন?
অনলাইনে ই পর্চা অনুসন্ধান করার জন্য বেশ কিছু তথ্য দরকার হতে পারে, তবে বিশেষ করে আপনি যে জমির খতিয়ান অনুসন্ধান করতে চান সেটার দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার প্রয়োজন হবে।
খতিয়ান অনুসন্ধান করতে দুই ধরনের তথ্য প্রয়োজন হয়ঃ
জমির ঠিকানাঃ অনলাইনে খতিয়ান অনুসন্ধান করার জন্য জমির সম্পূর্ণ ঠিকানা দরকার,
- জমির বিভাগ
- জমির জেলা
- জমির উপজেলা
- জমির মৌজা
খতিয়ানের তথ্যঃ একটি খতিয়ানের মধ্যে উক্ত জমির বেশ কয়েকটি তথ্য থাকে এর মধ্যে আপনি যেকোন একটি ব্যাবহার করে E Porcha Check করতে পারবেন,
- খতিয়ান নং
- দাগ নং
- মালিকানা নাম
এই তথ্য গুলো থাকলে অনলাইনে Eporcha খতিয়ান অনুসন্ধান সহজেই করা যাবে।
ই পর্চা খতিয়ান অনুসন্ধান পদ্ধতি
Eporcha দুই ভাবে যাচাই করা সম্ভব, কিন্তু মোবাইল অ্যাপ দিয়ে খতিয়ান যাচাই করা তুলনা মুলক সহজ।
আপনি সহজেই যেকোন পর্চা অনুসন্ধান করতে মোবাইল অ্যাপ ব্যাবহার করতে পারেন।
মোবাইল দিয়ে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার জন্য ধাপ গুলো অনুসরণ করতে হবে।
প্রথম ধাপ – অ্যাপ ডাউনলোড
Eporcha অনুসন্ধান করার জন্য প্লে স্টোর থেকে DLRMS নামে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটি পূর্বে eKhatian নামে পরিচিত ছিল।
অ্যাপটি ডাউনলোড করে অপেন করুন।

দ্বিতীয় ধাপ – মেন্যু নির্বাচন
DLRMS অ্যাপটি অপেন করলে হোম পেজ-এ চারটি মেন্যু দেখতে পারবেন, সেগুলো হলোঃ সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান, মৌজা ম্যাপ, নির্দেশিকা।
নামজারি খতিয়ান, আর এস খতিয়ান, বি এস খতিয়ান এবং অন্যান্য সব খতিয়ানকে এক সাথে ই পর্চা খতিয়ান বলা হয়।
এবার আপনি যদি ই নামজারি খতিয়ান অনুসন্ধান করতে চান তাহলে এখানে নামজারি খতিয়ান মেন্যুটি নির্বাচন করা লাগবে।
এবং অন্যান্য সকল ধরনের ই পর্চা খতিয়ান অনুসন্ধানের ক্ষেত্রে সার্ভে খতিয়ান নির্বাচন করতে হবে।
আপনার খতিয়ান অনুযায়ী মেন্যু নির্বাচন করুন, এবং পরবর্তী পেইজে এগিয়ে যান।

তৃতীয় ধাপ – ঠিকানা নির্বাচন
মেন্যু নির্বাচন করার পর জমির সঠিক ঠিকানা নির্বাচন করা প্রয়োজন।
- প্রথমে বিভাগ লিস্ট থেকে আপনার জমির বিভাগ নির্বাচন করা লাগবে।
- একবার বিভাগ নির্বাচন করার পর জেলা লিস্ট প্রদর্শিত হবে, এবার এখানে জমির জেলা নির্বাচন করতে হবে।
- জেলা নির্বাচন করা হয়ে গেলে, এবার উপজেলা লিস্ট থেকে উক্ত জমির উপজেলা নির্বাচন করতে হবে।

- এবার এখানে খতিয়ানের ধরন প্রদর্শিত হবে, আপনার উপজেলায় যত ধরনের খতিয়ান অনলাইন করা হয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন।
যেমন এখানে থাকতে পারে – আর এস, বি আর এস, এস এ, বি এস।

আপনি যে ই পর্চাটি অনুসন্ধান করতে চান সেটা এখান থেকে নির্বাচন করুন। যেমন আমি এখানে বি আর এস খতিয়ান নির্বাচন করতে পারি। তবে আপনি যদি নামজারি যাচাই করার জন্য নামজারি মেন্যু নির্বাচন করে থাকেন তাহলে এখানে খতিয়ানের ধরন নির্বাচন অপশনটি থাকবেনা।
- সার্ভে খতিয়ানের ক্ষেত্রে এপর্যায়ে এসে জমির মৌজা নির্বাচন করতে হবে।

চতুর্থ ধাপ – খতিয়ান অনুসন্ধান
এরপর খতিয়ানের তালিকা নির্বাচন করুন অপশনে আপনার জমির খতিয়ান নাম্বারটি লিখে সার্চ বাঁটনে ক্লিক করুন,
তবে জমির খতিয়ান নাম্বার যদি আপনার যানা না থাকে তাহলে অধিকতর অনুসন্ধান বাঁটনে ক্লিক করে মালিকানা নাম অথবা দাগ নং লিখে “অনুসন্ধান” বাঁটনে ক্লিক করুন।
নিছে খতিয়ান নাম্বার সহ জমির মালিকানা নাম দেখতে পাবের, তথ্য দেখতে নামের উপরে ক্লিক করুন।

এরপর সব তথ্য একসাথে দেখনো হবে সঠিক থাকলে পরবর্তী বাঁটনে ক্লিক করুন।
পঞ্চম ধাপ – তথ্য যাচাই
সকল তথ্য সঠিক থাকলে “পরবর্তী” বাঁটনে ক্লিক করে উক্ত খতিয়ানের সমস্ত তথ্য দেখতে পারবেন।
এই খতিয়ানে কয়টি দাগ নং রয়েছে, জমির পরিমান কতটুকু এবং, কতজন মালিক রয়েছেন সবার নাম সহ দেখতে পারবেন।

উপসংহার
এই পোষ্টে দেখনো নিয়ম অনুসরণ করে ই পর্চা খতিয়ান অনুসন্ধান করতে পারবেন, কিন্তু যদি আপনার খতিয়ানটি খুঁজে না পান এরমানে হলো এখনো সেটা অনলাইন করা হয়নি।
অনলাইনে E Porcha Check করতে উক্ত খতিয়ানটি ভূমি মন্ত্রনালয়ের সার্ভে থাকা আবশ্যক।
সঠিক ভাবে ই খতিয়ান যাচাই করার পর, নির্দিষ্ট কিছু তথ্য প্রধান করার মাধ্যমে আবেদন করে খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন, অথবা অরিজিনাল কপি নিতে পারবেন।
খতিয়ান ডাউনলোড করতে এবং অরিজিনাল কপি নিতে নির্ধারিত পরিমান টাকা পেমেন্ত করতে হয়।
যেকোন ধরনের ই পর্চা খতিয়ান কীভাবে ডাউনলোড করতে তা জানুন পরবর্তী পোস্ট থেকে।
পরবর্তী পোস্টঃ জমির খতিয়ান ডাউনলোড