Skip to content

www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান

www.land.gov bd আর এস খতিয়ান জমির একটি বিশেষ ডকুমেন্ট, বিশেষ এই ডকুমেন্ট দিয়ে জমির মালিকানা যাচাই করা হয়, নতুন মালিকানা রেজিস্টার করা হয়। এছাড়াও জমির রেকর্ড হিসাব রাখা হয় আর এস খতিয়ানে। 

হাড়িয়ে যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়া আর এস খতিয়ানের বিকল্প খুজতে পারেন www land gov bd ওয়েবসাইটে অথবা DLMRS অ্যাপে, এবং খতিয়ানটি অনলাইনে যাচাই করা সম্ভব। 

অনলাইনে আর এস খতিয়ান অনুসন্ধান করতে বেশ কিছু তথ্য প্রয়োজন, যে তথ্য গুলো দিয়ে ওয়েবসাইট অথবা অ্যাপে আপনার কাঙ্খিত আর এস খতিয়ান খুঁজে পাবেন। 

আর এস খতিয়ান অনুসন্ধান করতে প্রয়োজন হবেঃ
ঠিকানাঃ
জমির বিভাগ, জমির জেলা, জমির উপজেলা, জমির মৌজা। 
খতিয়ান তথ্যঃ খতিয়ান নম্বর/ দাগ নম্বর অথবা মালিকের নাম।

আর এস খতিয়ান কীভাবে যাচাই করব?

আর এস খতিয়ান অনুসন্ধান করার দুটি পদ্ধতি রয়েছে, দুটি পদ্ধিতির মাধ্যমে একি নিয়মে আর এস খতিয়ান চেক করা যায়। 

প্রথম পদ্ধতিঃ www land gov bd > dlrms land gov bd (ওয়েবসাইট) 
দ্বিতীয় পদ্ধতিঃ DLRMS (মোবাইল অ্যাপ)

চলোন দেখে নেওয়া যাক উভয় পদ্ধতির মাধ্যমে কীভাবে আর এস খতিয়ান অনুসন্ধান করা যায়। 

আরও পড়ুনঃ অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান

www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান (ওয়েবসাইট)

ওয়েবসাইটের মধ্যে আর এস খতিয়ান যাচাই করতে যেতে হবে dlrms land gov bd লিঙ্কে। 

  • এরপর সার্ভে খতিয়ান মেন্যুতে ছ্যাপ দিতে হবে, 
  • এরপর আপনার জমির বিভাগের নামে ছ্যাপ দিতে হবে,
  • এরপর জমির জেলার নামে ছ্যাপ দিতে হবে, 
  • এরপর খতিয়ানের ধরন আর এস নামে ছ্যাপ দিতে হবে, 
  • এরপর জমির মৌজার নাম খুঁজে সেটাতে ছ্যাপ দিতে হবে,
  • এরপর খতিয়ান নং লিখে খুঁজুন বুতামে ছ্যাপ দিতে হবে, 
  • খতিয়ান নং দিয়ে খতিয়ান খুঁজে পাওয়া না গেলে অধিকতর অনুসন্ধান বুতামে ছ্যাপ দিতে হবে, 
  • তারপর জমির দাগ নম্বর অথবা মালিকানা নাম লিখে খুঁজুন বুতামে ছ্যাপ দিতে হবে, 
www.land.gov bd আর এস খতিয়ান অনুসন্ধান

এরপর আপনার আর এস খতিয়ানের তথ্য দেখতে পারবেন, এবং খতিয়ান আবেদনের মাধ্যমে আর এস খতিয়ানটির অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন অথবা ১৪০ টাকা ফী পরিশোদ করে অরিজিনাল কপি নিতে পারবেন। 

আরও পড়ুনঃ খতিয়ান আবেদন করার পদ্ধতি এবং ডাউনলোড

DLRMS মোবাইল অ্যাপে আর এস খতিয়ান যাচাই

DLRMS মোবাইল অ্যাপ দিয়ে আর এস খতিয়ান অনুসন্ধান করতে প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন। 

  • এরপর অ্যাপ অপেন করে সার্ভে খতিয়ানে ছ্যাপ দিন, 
  • তারপর বিভাগ লিস্ট থেকে জমির বিভাগটি বাছাই করুন, 
  • তারপর জেলা বাছাই করতে হবে, 
  • এরপর খতিয়ান অপশন থেকে আর এস নির্বাচন করুন, 
  • এরপর মৌজা নির্বাচন করুন, 
  • এরপর আর এস খতিয়ান নং লিখুন আর সার্চ করুন, 
  • খতিয়ান পাওয়া গেলে মালিকানা নাম দেখাবে, নামের উপরে ছ্যাপ দিয়ে সামনে এগিয়ে যান। 
  • ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার নিয়ম | www eporcha gov bd ই পর্চা

খতিয়ান নং লিখে সার্চ করে আর এস পাওয়া না গেলে অধিকতর অনুসন্ধান বাঁটনে ছ্যাপ দিতে হবে এবং মালিকানা নাম অথবা দাগ নং লিখে অনুসন্ধান করুন বাঁটনে ছ্যাপ দিতে হবে, 

খতিয়ান পাওয়া গেলে এপর্যায়ে আপনার আর এস খতিয়ানের তথ্য দেখতে পারবেন। 

আরও পড়ুনঃ জমির খতিয়ান ডাউনলোড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *