Skip to content

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করুন অনলাইনে

বাংলাদেশে যেসকল মন্ত্রণালয় গুলো রয়েছে তার মধ্যে ভূমি মন্ত্রনলায়কে সমচেয়ে অবহেলিত বলা ছলে, ভূমি মন্ত্রনালয়ের অফিস গুলো ভিজিট করলেই তা স্পষ্ট বুঝা যায়। আর ভূমি অফিসে গিয়ে যদি খতিয়ান বা তাগের তথ্য অনুসন্ধান করতে হয় তাহলে তো আর কথাই নেই!

একজন থেকে আরেকজন গুড়তে গুড়তে আর খতিয়ান খুঁজতে খুঁজতেই দিন ছলে যায়, তবে গত কয়েকবছর যাবত ভূমি অফিসের অধিকাংশ কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার পক্রিয়া চলছে, এর ধারাবাহিকতায় সকল সার্ভে খতিয়ান ও নামজারি খতিয়ান অনলাইন করা হয়েছে, তবে এখনো বেশ কিছু অঞ্চলের খতিয়ান গুলো অনলাইন করা হয়নি। 

যেসকল এলাকা বা সহরের খতিয়ান অনলাইন করা হয়েছে তারা চাইলেই কিছু তথ্য সাবমিট করার মাধ্যমে যেকোন সময় অনলাইনে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে পারবেন। 

এই পোস্ট থেকে জানতে পারবেন খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করতে কিছু প্রয়োজন হয় কিনা, এবং কীভাবে খতিয়ান অনুসন্ধান করতে হয়। 

খতিয়ান অনুসন্ধান করতে তথ্য প্রয়োজন

অনলাইনে খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার জন্য জমির কয়েকটি তথ্য মজুদ রাখতে হবে, যেগুলো আপনার খতিয়ান বা দাগ খুঁজতে সহায়তা করবে। 

খতিয়ান বা দাগের তথ্য অনুসন্ধান করার জন্য প্রথমেই প্রয়োজন হবে জমির স্থানের সম্পূর্ণ ঠিকানা, এর পাশাপাশি আপনি যে খতিয়ান বা দাগের তথ্য জানতে ছান সেটার নম্বর দরকার হবে। অথবা যদি খতিয়ান বা দাগ নম্বর যানা না থাকে তাহলে জমির মালিকানা নাম প্রয়োজন হবে। 

খতিয়ান অনুসন্ধান করতে প্রয়োজনঃ 
জমির ঠিকানা, 
খতিয়ান নং, অথবা দাগ নং,  অথবা মালিকানা নাম,

খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান বিস্তারিত

ই পর্চা খতিয়ান অনুসন্ধান করার জন্য ২০২৪ সালের ডিসেম্বার পর্যন্ত Eporcha gov bd ওয়েবসাইট এবং eKhatian মোবাইল অ্যাপ ব্যাবহার করা হত, তবে বর্তমানে সেটা আপডেট করা হয়েছে। 

এখন অনলাইনে মোবাইল দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে যেতে হয় নতুন আপডেট করা dlrms.land.gov.bd ওয়েবসাইটে অথবা DLRMS মোবাইল অ্যাপে। 

ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ দিয়ে খতিয়ান অনুসন্ধান করার পক্রিয়া একি রকম, তাই আপনি একটি পক্রিয়া জানলে দুটি মাধ্যমেই খতিয়ান অনুসন্ধান করতে পারবেন। 

চলোন দেখে নেই মোবাইল অ্যাপ দিয়ে কীভাবে খতিয়ান অনুসন্ধান করতে হয়! 

  • খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করার জন্য প্রথমে তো প্লে ষ্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে এটা সবার জানা, অ্যাপঃ DLRMS
  • এরপর অ্যাপটি অপেন করেই বেশ কয়েকটি মেন্যু পাওয়া যাবে, তবে খতিয়ান অনুসন্ধান করার জন্য নির্ধারিত দুটি মেন্যু রয়েছে, যেমনঃ- সার্ভে খতিয়ান ও নামজারি খতিয়ান, এবার আপনি যদি নামজারি খতিয়ান অনুসন্ধান করার চান তাহলে নামজারি খতিয়ান মেন্যু নির্বাচন করে এগিয়ে যাবেন, আর সার্ভে খতিয়ান (আর এস, বি এস, সি এস, বি আর এস, অন্যান্য) অনুসন্ধান করতে সার্ভে খতিয়ানে ক্লিক করে এগিয়ে যান। 
  • এরপর জমির স্থানের সম্পূর্ণ ঠিকানা একটা একটা করে সিলেক্ট করতে হবে, প্রথমে বিভাগ, এরপর জেলা, এরপর উপজেলা, এরপর মৌজা এভাবে সিলেক্ট করতে হবে। 
  • এরপর খতিয়ানের তালিকায় আপনার খতিয়ান নং লিখে সার্চ করলে খতিয়ান নং সহ মালিকের নাম দেখানো হবে, আরও তথ্য দেখতে নামের উপরে ক্লিক করতে হবে তাহলে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। 
  • দাগ নং অথবা মালিকের নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে চাইলে অধিকতর অনুসন্ধান বাঁটনে ছ্যাপ দিয়ে দাগ নং অথবা মালিকের নাম যেকোন একটি লিখে অনুসন্ধান করতে হবে তাহলে বিস্তারিত তথ্য দেখা যাবে। 

খতিয়ান অনুসন্ধান পক্রিয়া শেষ করার পর উক্ত খতিয়ানটি কিওয়ার কোড সহ ডাউনলোড করতে পারবেন, এছাড়াও অরিজিনাল কপি হোম ডেলিভারি নেওয়ার সুযোগ রয়েছে। 

আরও পড়ুনঃ জমির খতিয়ান ডাউনলোড

1 thought on “খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান করুন অনলাইনে”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *