Skip to content

নামজারি খতিয়ান অনুসন্ধান মোবাইল দিয়ে

ই নামজারির মাধ্যমে জমির পরিমান নির্দিষ্ট মালিকের নামে রেকর্ড করে রাখা হয়। আর জমির মালিকানা পরিবর্তন হলে নতুন মালিকের নামে নামজারি করার প্রয়োজন হয়।

তবে সমস্যা হয় তখনি, যখন একটি নামজারি খতিয়ান হাড়িয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়। কিন্তু এখন আর কোন সমস্যায় পরতে হবেনা কারণ এখন অনলাইনে নামজারি খতিয়ান পাওয়া যায়। 

আপনার জমির ঠিকানা ও নামজারি খতিয়ান নং/দাগ নং দিয়ে অনলাইন থেকে নামজারি খতিয়ানের একটি অরিজিনাল কপি ডাউনলোড করতে পারবেন।

আরও পড়ুনঃ খতিয়ান ও দাগের তথ্য অনুসন্ধান

খতিয়ান অনুসন্ধান পদ্ধতি

নামজারি খতিয়ান যদি অনুসন্ধান করতে চান বা ডাউনলোড করতে চান তাহলে এখানে যেরকম ভাবে দেখানো হয়েছে সেরকম ভাবে অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করার নিয়ম দেখুন ধাপ অনুস্বারে। 

অ্যাপ ডাউনলোড

নামজারি খতিয়ান অনুসন্ধান করতে একটি অ্যাপ ইন্সটল করা প্রয়োজন, এই অ্যাপে জমির ঠিকানা ও খতিয়ান নং দিয়ে নামজারি চেক করতে পারবেন। 

Apps Name: DLRMS

মেন্যু সিলেক্ট

অ্যাপ ডাউনলোড করে ওপেন করুন তারপর, নামজারি খতিয়ান মেন্যু রয়েছে এটাতে ক্লিক করে সিলেক্ট করুন। 

ঠিকানা সিলেক্ট

ঠিকানা লিস্টে প্রথমে রয়েছে সবগুলো বিভাগের নাম। এখান থেকে আপনার জমির স্থান অনুযায়ী যেকোন একটি বিভাগ সিলেক্ট করুন। 

এরপর আপনার সিলেক্ট করা বিভাগের সংশ্লিষ্ট জেলা গুলো দেখানো হবে, এখান থেকে আপনার জমির স্থান অনুযায়ী নির্দিষ্ট জেলাটি সিলেক্ট করুন। 

এরপর সংশ্লিষ্ট জেলার সকল উপজেলা গুলো দেখানো হলে জমির স্থানের ঠিকানা অনুযায়ী উপজেলা সিলেক্ট করা লাগবে, মনে রাখবেন এটা শতবাগ সঠিক না হলে নামজারি খতিয়ান খুঁজে পেতে বেরত হবেন। 

এরপর অনুসন্ধান সফল করার জন্য মৌজা নামটি সিলেক্ট করতে হবে। এই চারটি তথ্যের মধ্যে যদি কোন একটি সিলেক্ট করতে ভুল করেন তাহলে উক্ত নামজারি খতিয়ানটি অনুসন্ধান করতে পারবেন না। 

নামজারি যাচাই

এটা খতিয়ান অনুসন্ধানের শেষ ধাপ, এখন খতিয়ানের তালিকাতে নামজারি নং দিয়ে সার্চ করা প্রয়োজন। নম্বরটি লিখে সার্চ বাটনে ক্লিক করে সার্চ করুন। সার্চ করে এবার খতিয়ানটি পাওয়া গেলে ক্লিক করলেই খতিয়ানের বিভিন্ন তথ্য দেখতে পাবেন। 

জমির খতিয়ান ডাউনলোড

নামজারি খতিয়ানটি যদি ইতি মধ্যেই অনুসন্ধান করে খুঁজে পান এবং ডাউনলোড করতে চান তাহলে জেলা কার্যালয় বরাবর ১০০ টাকা ফী প্রধানের মাধ্যমে আবেদন করুন। 

আবেদন করার জন্য একটি ভোটার আইডি কার্ড ও সেটার সকল তথ্য দরকার হবে। এগুলো দিয়ে আবেদন করার মাধ্যমে একটি তাৎক্ষনিক নামজারি খতিয়ান কপি ডাউনলোড করতে পারবেন। এবং এটা প্রায় সকল জায়গায় ব্যাবহার যোগ্য হবে। 

প্রশ্ন ও উত্তর

আর এস খতিয়ান কিভাবে যাচাই করব? 

আর এস খতিয়ান যাচাই করতে চলে যান dlrms land gov bd ওয়েবসাইটে, সেখানে গিয়ে জমির ঠিকানা সিলেক্ট করুন আর তথ্য লিখে সার্চ করে খতিয়ান খুঁজুন তাহলেই আপনার  আর এস খতিয়ান যাচাই করতে পারবেন।

পর্চা কয় ধরনের

বাংলাদেশে বেশ কয়েক ধরনের পর্চা রয়েছে এর মধ্যে একটি নামজারি পর্চা এবং বেশ কয়েকটি সার্ভে খতিয়ান, সার্ভে খতিয়ান গুলো হচ্ছে আর এস খতিয়ান, বি এস খতিয়ান, সি এস খতিয়ান, বি আর এস খতিয়ান, এস এ খতিয়ান। 

এবং একটি নামজারি খতিয়ান যা নামজারি খতিয়ান নামেই পরিচিত।

এই সকল পর্চা গুলো অনলাইনে যাচাই করা যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *