একটি নামজারি খতিয়ান জমির মালিকানার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ, এখন আধুনিক সকল প্রযুক্তির বিকাশের কারণে অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করা যায়।
অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ঘড়ে বসেই মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের সাহায্যে e Namjari Check করতে পারবেন।
আরও পড়ুনঃ আর এস খতিয়ান অনুসন্ধান
এছাড়াও নামজারি আবেদন-এর মাধ্যমে ই নামজারি অনলাইন কপি অথবা সার্টিফাইড পাওয়া যায়।
ই নামজারি খতিয়ান ডাউনলোড ফী – ১০০ টাকা,
সার্টিফাইড কপি ফী – ১৪০ টাকা, (হোম ডেলিভারি)
ই নামজারি খতিয়ান অনুসন্ধান পদ্ধতি
নামজারি যাচাই সাধারণত সবাই ওয়েবসাইটের সাহায্যে করে থাকেন, তবে মোবাইল অ্যাপ দিয়ে e Namjari Check করা আরও সহজ।
অ্যান্ড্রয়েড অ্যাপ এবং ওয়েবসাইট দিয়ে ই নামজারি যাচাই করতে কয়েকটি তথ্য দরকার হয়। যে তথ্য গুলো অ্যাপ ও ওয়েবসাইট উভয় যায়গায় সাবমিট করে নামজারি তথ্য দেখা যাবে।
নামজারি যাচাই করতে প্রয়োজনঃ
বিভাগ,
জেলা,
উপজেলা,
মৌজা,
খতিয়ান নং,
দাগ নং,
মালিকানা নাম,
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে এই সাতটি তথ্য দরকার, তবে খতিয়ান নং, দাগ নং, মালিকানা নাম এই তিনটির মধ্যে যেকোন একটা থাকলেই হবে।
আরও পড়ুনঃ ই পর্চা খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান চেক করার নিয়ম (ওয়েবসাইট)
অনলাইনে নামজারি খতিয়ান চেক করতে ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইটে যেতে হবে,
ভূমি মন্ত্রণালয় ওয়েবসাইটঃ DLRMS LAND GOV BD
- ওয়েবসাইটে নামজারি খতিয়ান মেন্যু বাচাই করতে হবে,
- তারপর জমির বিভাগ বাচাই করতে হবে,
- জেলা বাচাই করতে হবে,
- উপজেলা বাচাই করতে হবে,
- মৌজা বাচাই করতে হবে,
- খতিয়ান নং লিখে নামজারি খতিয়ান খুঁজতে হবে,
- খতিয়ান নং না থাকলে অধিকতর অনুসন্ধান বাঁটনে ছ্যাপ দিতে হবে,
- এরপর মালিকানা নাম/দাগ নং লিখে খুঁজতে হবে।

একবার নামজারি খতিয়ানটি খুঁজে পেলে সম্পস্ত তথ্য দেখা যাবে, এবং অল্প টাকা ফী প্রধান করে খতিয়ান আবেদনের মাধ্যমে অনলাইন কপি অথবা অরিজিনাল কপি নেওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুনঃ জমির খতিয়ান ডাউনলোড
সফল ভাবে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে সমস্ত তথ্য সঠিক দিতে হবে, যেকোন একটি তথ্য ভুল হয়ে গেলে আপনার নামজারি খতিয়ান অনলাইনে খুঁজে পাবেন না।
অনলাইনে নামজারি খতিয়ান অনুসন্ধান (মোবাইল অ্যাপ)
মোবাইল অ্যাপ দিয়ে নামজারি খতিয়ান অনুসন্ধান করা খুব সহজ এবং সময় লাগে ২-৩ মিনিট,
মাত্র কয়েকটি স্টেপ-এ মোবাইল অ্যাপ দিয়ে নামজারি খতিয়ান যাচাই করতে প্লে ষ্টোর থেকে DLRMS অ্যাপ ডাউনলোড করুন, জমির ঠিকানা সিলেক্ট করুন এবং খতিয়ানের তথ্য সাবমিট করুন, তাহলেই ই নামজারি তথ্য দেখা যাবে।

ধাপ অনুযায়ী দেখুনঃ
- গুগল প্লে ষ্টোর থেকে DLRMS অ্যাপ ডাউনলোড,
- অ্যাপ অপেন করে নামজারি খতিয়ান মেন্যুতে ক্লিক,
- জমির বিভাগ>জেলা>উপজেলা>মৌজা নির্বাচন,
- নামজারি খতিয়ান নং লিখে সার্চ,
- ই নামজারি খুঁজা হলে মালিকানা নামে ক্লিক,
- ঠিকানা এবং খতিয়ান তথ্য দেখে পরবর্তী বাঁটনে ক্লিক,
- এবার ই নামজারি তথ্য দেখুন।
ই নামজারি যাচাই করা হলে কার্ট-এ যোগ করে ডাউনলোড করার জন্য আবেদন করতে পারেন।
নামজারি খতিয়ান ডাউনলোড
নামজারি খতিয়ান ডাউনলোড করতে ভোটার আইডি কার্ড অনুযায়ী ব্যাক্তিগত বেশ কয়েকটি তথ্য দরকার হয় যে তথ্য গুলো দিয়ে ভূমি সেবা ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা হয়,
তবে dlrms land gov bd ওয়েবসাইটে পূর্ব থেকে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা থাকলে নতুন করে আর কোন তথ্য প্রয়োজন হবেনা, এক্ষেত্রে শুধু মাত্র আবেদন ফী প্রধান করে নামজারি খতিয়ান ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুনঃ জমির খতিয়ান ডাউনলোড