গ্রামের জায়গা জমি বা সহরের ফ্লাট, দালানকোঠা সবকিছু ক্রয় বিক্রয় করার সময় জমির মালিকানা যাচাই করার প্রয়োজন হয়।
আর এই বিষয়টা নিয়েই মাঝে মধ্যে অনেক সমস্যায় পরতে হয় তবে এখন আর কোন সমস্যায় পরতে হবেনা, কারণ এখন মোবাইল দিয়ে ১ মিনিটের মধ্যে অনলাইনে নাম দিয়ে জমির মালিকানা যাচাই করা যায়
জমির মালিকানা যাচাই করতে উক্ত জমির মালিকানা নাম যানা থাকবে হবে, এবং জমির ঠিকানা দরকার হবে।
- আরও পড়ুনঃ আর এস খতিয়ান অনুসন্ধান
- আরও পড়ুনঃ নামজারি খতিয়ান অনুসন্ধান
মালিকানা নাম এবং জমির ঠিকানা দিয়ে ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট অথবা অ্যাপে জমির মালিকানা রেকর্ড চেক করতে পারবেন।
কীভাবে নাম দিয়ে জমির মালিকানা যাচাই করতে হয়?
বরাবর নাম দিয়ে জমির মালিকানা যাচাই করা যায়না, তবে মালিকানা নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করার মাধ্যমে খতিয়ানের তথ্য দেখা যায়, আর উক্ত খতিয়ানের তথ্য থেকে মালিকানা রেকর্ড যাচাই করা যায়।
তাই আপনি যদি নাম দিয়ে জমির মালিকানা যাচাই করতে চান তাহলে খতিয়ান অনুসন্ধান করতে হবে, এই পদ্ধতি ছাড়া অনলাইনে মালিকানা যাচাই করার আর কোন পদ্ধতি নেই।
জমির মালিকানা যাচাই করার নিয়ম
খতিয়ান অনুসন্ধান করার মাধ্যমে মালিকানা যাচাই করতে সচরাচর দুটি পদ্ধতি অনুসরণ করা হয়, তার মধ্যে একটি DLRMS অ্যাপ, এই অ্যাপে জমির ঠিকানা এবং মালিকানা নাম সাবমিট করলে মালিকানা তথ্য দেখা যাবে।
- DLRMS অ্যাপ দিয়ে মালিকানা যাচাই করতে অ্যাপটি প্লে ষ্টোর থেকে ডাউনলোড করুন,
- এরপর অ্যাপে গিয়ে নামজারি খতিয়ান মেন্যুতে ছ্যাপ দিন, (আপনি যদি অন্য কোন খতিয়ান অনুসন্ধান করার মাধ্যমে মালিকানা যাচাই করতে চান তাহলে সার্ভে খতিয়ান মেন্যু নির্বাচন করুন)
- এরপর বিভাগ নির্বাচন করুন,
- এরপর জেলা নির্বাচন করুন,
- এরপর উপজেলা নির্বাচন করুন,
- এরপর মৌজা নির্বাচন করুন,
- এরপর “অধিকতর অনুসন্ধান” বাঁটনে ছ্যাপ দিন,
- এরপর মালিকের নাম অপশনে মালিকানা নাম লিখুন,
- এরপর অনুসন্ধান করুন বাঁটনে ছ্যাপ দিন,
- এখানে খতিয়ান নম্বর সহ মালিকানা নাম যদি দেখানো হয় তাহলে নামের উপরে ক্লিক করে মালিকানা তথ্য দেখতে পারবেন,
মালিকানা নাম দিয়ে অনুসন্ধান করে যদি খতিয়ান পাওয়া যায় তাহলে উক্ত খতিয়ানের তথ্য দেখে মালিকানা যাচাই করতে পারবেন।
উল্লেখ যে মালিকানা নাম দিয়ে যদি খতিয়ান খুঁজে না পান তাহলে এর মানে দাঁড়ায় এই মালিকের নামে কোন জমির রেকর্ড নেই।
অথবা এই জমির রেকর্ড এখনো অনলাইন করা হয়নি এটাও হতে পারে, তবে বর্তমানে প্রায় সকল জমির রেকর্ড অনলাইন করা হয়ে গেছে তাই অনলাইন না হওয়ার সম্ভবনা খুবি কম।
আমার জমির কাগজ নেই আমি কিভাবে আমার জমির কাগজ বানাতে পারি
খতিয়ান আছে কি?