আপনি একটি জমি সম্পর্কে জানতে চান? তবে আপনার কাছে শুধু মাত্র দাগ নম্বর রয়েছে, এটা দিয়ে কি জমি সম্পর্কে জানতে পারবেন বা মালিকানা যাচাই করতে পারবেন?
হ্যাঁ” শুধু মাত্র দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করা যায়, এছাড়াও উক্ত দাগের আরও বিভিন্ন তথ্য যানা যায় যেমন জমির পরিমান, মালিকানা নাম।
আরও পড়ুনঃ নাম দিয়ে জমির মালিকানা যাচাই
দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করে খতিয়ান অ্যাপ্লিকেশান করার মাধ্যমে জমির খতিয়ান ডাউনলোড করা যায়।
জমির মালিকানা যাচাই করার বিস্তারিত জানুন এই পোস্ট থেকে।
অনলাইনে জমির মালিকানা যাচাই
দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই করতে জমির ঠিকানা জানতে হবে, এরপর ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইট অথবা অ্যাপ ব্যাবহার করে জমির মালিকানা যাচাই করা যাবে,
দাগ নম্বর দিয়ে জমির মালিকানা যাচাই (ওয়েবসাইট)
জমির মালিকানা যাচাই করার জন্য ভূমি মন্ত্রনালয়ের dlrms.land.gov.bd ওয়েবসাইটে যান, এরপর মেন্যু থেকে নামজারি খতিয়ান সিলেক্ট করতে হবে, (নামজারি খতিয়ান অনুসন্ধান করার মাধ্যমে অনলাইনে জমির মালিকানা যাচাই করতে হয়)
ওয়েবসাইটে প্রবেশ করে নামজারি খতিয়ান সিলেক্ট করার পর জমির বিভাগ, জেলা, উপজেলা, এবং মৌজা সিলেক্ট করুন।
এরপর অধিকতর অনুসন্ধান বাঁটনে ক্লিক করে মালিকের নামঃ -এর যায়গায় মালিকের নাম লিখুন, এবং খুঁজুন বাঁটনে ক্লিক করে উক্ত দাগের তথ্য দেখুন আর মালিকানা যাচাই করুন,
মোবাইল অ্যাপ দিয়ে জমির মালিকানা যাচাই
ভূমি মন্ত্রনালয়ের ওয়েবসাইটের পাশাপাশি একটি মোবাইল অ্যাপ রয়েছে যেটা দিয়েও নামজারি খতিয়ান অনুসন্ধান করার মাধ্যমে মালিকানা যাচাই করা যেতে পারে।
মোবাইল অ্যাপঃ DLRMS
মালিকানা যাচাই করতে অ্যাপটি প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর অপেন করে ওয়েবসাইটের মতই নামজারি খতিয়ান মেন্যু নির্বাচন করতে হবে,
এরপর জমির বিভাগ>জেলা>উপজেলা>মৌজা সিলেক্ট করুন, এরপর মালিকানা যাচাই করতে অধিকতর অনুসন্ধানে ক্লিক করে, দাগ নম্বর লিখে অনুসন্ধান করুন বোতামে ছ্যাপ দিয়ে দাগের তথ্য দেখা যাবে।
দাগ নম্বর দিয়ে নামজারি তথ্য দেখার মাধ্যমে বুঝা যাবে উক্ত দাগ এবং খতিয়ানটি কোন মালিকানায় রয়েছে, আর এভাবে সহজেই বুঝতে পারবেন জমি সঠিক মালিকের নামে রেকর্ড রয়েছে কিনা।