হঠাৎ করে যেকোন কাজে খতিয়ান দরকার হলে অনলাইন থেকে তাৎক্ষণিক খতিয়ান ডাউনলোড করা যায় মাত্র ১০০ টাকার বিনিময়ে।
অনলাইন থেকে জমির খতিয়ান ডাউনলোড করতে lsg land owner land gov bd ওয়েবসাইটে আগে থেকেই অ্যাকাউন্ট থাকা প্রয়োজন, অথবা খতিয়ান আবেদন করার সময় নতুন অ্যাকাউন্ট খুলার সুযোগ রয়েছে,
অনলাইন থেকে নামজারি খতিয়ান বা অন্য সার্ভে খতিয়ান কীভাবে ডাউনলোড করা যায় চলোন তা দেখে নেওয়া যাক।
অনলাইন থেকে সব ধরনের জমির খতিয়ান ডাউনলোড করার পক্রিয়া একরকম, তাই আপনি এই পোস্ট অনুসরণ করলে যেকোন ধরনের খতিয়ান ডাউনলোড করতে পারবেন।
ই খতিয়ান ডাউনলোড করতে নতুন অ্যাকাউন্ট খুলুন
অনলাইন থেকে জমির খতিয়ান ডাউনলোড করতে প্রথমে lsg land owner land gov bd ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে,
(আগে থেকে আপনার অ্যাকাউন্ট করা থাকলে এই ধাপ এড়িয়ে যেতে পারেন)
- নতুন অ্যাকাউন্ট খুলতে lsg land owner land gov bd ওয়েবসাইটে প্রবেশ করুন, এবং Registar বাঁটনে ক্লিক করুন,
- অ্যাকাউন্ট Registar করার জন্য নাম (ইংরেজিতে ভোটার আইডি কার্ড অনুযায়ী) মোবাইল নম্বর এবং ক্যাপছা সাবমিট করুন,
- এরপর সাবমিট কৃত মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, এটা লিখে আবারাও সাবমিট করুন,
- তারপর একটি শক্তিশালী পাসওয়ার্ড দিন, এবং পাসওয়ার্ড হালনাগাদ করুন বাঁটনে ক্লিক করে প্রোফাইল ভিসিট করুন।
- প্রোফাইল ভিসিট করে এবার ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, এরজন্য প্রোফাইল থেকে National Identity Card Verify বাঁটনে ক্লিক করে, ভোটার আইডি নম্বর এবং জন্ম তারিখ দিয়ে Update বাঁটনে ক্লিক করুন,
- তারপর নিজ নাম, এবং পিতা মাতার নাম লিখে হালনাগাদ করুন।
আপনার অ্যাকাউন্ট খুলা হয়ে গেছে এবার আপনি যেকোন ধরনের খতিয়ান ডাউনলোড করতে পারবেন।
জমির খতিয়ান ডাউনলোড করার নিয়ম
নামজারি বা সার্ভে খতিয়ান ডাউনলোড করার জন্য প্রথমে উক্ত খতিয়ানটি অনুসন্ধান করতে হবে, এবং কার্টে যুক্ত করতে হবে।
খতিয়ান অনুসন্ধান করুন এবং কার্টে যুক্ত করুন! |
---|
নামজারি খতিয়ান অনুসন্ধান |
আর এস খতিয়ান অনুসন্ধান |
ই পর্চা খতিয়ান অনুসন্ধান |
বি আর এস খতিয়ান যাচাই |
ধাপ ১ – খতিয়ান অনুসন্ধান করে কার্টে যুক্ত করার পর কার্টে ক্লিক করুন এবং আপনার ঝুড়ি থেকে খতিয়ান আবেদনের ধরন “অনলাইন কপি” নির্বাচন করুন।
ধাপ ২ – এরপর কোন খতিয়ানটি ডাউনলোড করতে চান তা নির্বাচন করার জন্য বক্সে টিক মার্ক দিন, এবং নিছে থাকা “চেকআউট করুন” বাঁটনে ক্লিক করুন।
ধাপ ৩ – চেকআউট বাঁটনে ক্লিক করলে lsg land owner land gov bd ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে লগইন করে নিন (অ্যাকাউন্ট করা না থাকলে উপরে দেখানো নিয়মে অ্যাকাউন্ট খুলতে পারেন)
ধাপ ৪ – লগইন করলেই আপনার খতিয়ানের তথ্য সহ আবেদন ফর্ম দেখতে পাবেন, এবং আবেদন ফী প্রদর্শিত হবে। এবার দুটি সংখ্যার যোগফল প্রধান করে “ফি পরিশোদ করুন” বাঁটনে ক্লিক করতে হবে।
ধাপ ৫ – এবার যেকোন MFS অ্যাপ বা Debit card ব্যাবহার করে ১০০ টাকা ফি পরিশোদ করুন।
ফি পরিশোদ করার পরেই আপনার ই খতিয়ান ডাউনলোড করতে পারবেন, তবে পেমেন্ট করার ২ ঘণ্টার মধ্যে আপনার খতিয়ানটি ডাউনলোড করতে হবে। ২ ঘণ্টা পর খতিয়ান ডাউনলোড করা যাবেনা।
নামজারি খতিয়ান ডাউনলোড
নামজারি খতিয়ান ডাউনলোড করতে প্রথমে dlrms land gov bd ওয়েবসাইট থেকে নামজারি অনুসন্ধান করুন, এবং কার্ট/ঝুড়িতে যুক্ত করুন।
- এবার কার্টে ক্লিক করে অনলাইন কপি নির্বাচন করুন,
- পূর্বে অনুসন্ধান করা নামজারি খতিয়ানটি টিক মার্ক দিয়ে নির্বাচন করুন,
- “চেকআউট করুন” বাঁটনে ক্লিক করে অ্যাকাউন্টে লগইন করুন, আগে থেকে লগইন করা থাকলে এবার লগইন করতে হবেনা,
- খতিয়ান আবেদন ফর্মে নির্ধারিত ফি দেখানো হবে, যোগফল লিখে “ফি পরিশোদ করুন” বাঁটনে ক্লিক করুন।
- এরপর যেকোন অনলাইন পেমেন্ট মাধ্যম নির্বাচন করে ১০০ টাকা পেমেন্ট করুন,
- পেমেন্ট করলেই নামজারি খতিয়ানটি ডাউনলোড করতে পারবেন, তবে ২ ঘণ্টার মধ্যে খতিয়ানটি ডাউনলোড করতে হবে।